খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে মো. সাজ্জাদ হোসেন(২৪) নামে এক প্রবাসীর গলাকাটা লাশ রোববার উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সেমুতাং গ্যাস ফিল্ড এলাকার বাসিন্দা মো. মাসুদ রানার পুত্র কাতার প্রবাসী মো. সাজ্জাদ হোসেনকে শনিবার রাতের কোনো এক সময়ে নিজ কক্ষে গলা কেটে কে বা কারা রেখে যায়।
পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজ, খালাত ভাই আবু বকর ও প্রতিবেশি সিএনজি চালক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান ও মানিকছড়ি থানার ওসি মো. শাহানুর আলম ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যান।
মানিকছড়ি থানার ওসি মো. শাহানুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। লাশ পোস্টমর্টেম জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
বাবু/জেএম