সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ গুলো বিতরণ করা হয়।
যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাসুমের উদ্যোগে এলাকার ৪ শতাধিক অসহায় ও প্রতিবন্ধী পরিবারে একটি করে শীতবস্ত্র (কম্বল) তুলে দেয়া হয়।
রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব শাহ’র পরিচালনায় বিতরণ পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন রামপাশা ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম, জামাল উদ্দিন ও রোসনা বেগম। এর আগে স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব নারায়ণ দেবনাথ।
বাবু/জেএম