গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে দাঁড়িয়ে থাকা পত্রিকাবাহী বাসে মালবাহী ট্রাকের ধাক্কায় ফারুক হোসেন (৫৬) নামে একজন নিহত হয়েছেন। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে গোপালগঞ্জ সদর উপজেলার সোনাসুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন যশোর সদর উপজেলার বেজপাড়া উত্তরাংশ গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পত্রিকাবাহী বাসের হেলপার ছিলেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাইম মোজাম্মেল হক।
গোপালগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পত্রিকাবাহী বাসটি খুলনার উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে গ্লাসে পানি জমে গেলে সোনাসুর এলাকায় বাসটি থামিয়ে সামনের গ্লাস মুছতে যান ফারুক। এ সময় পেছন থেকে একটি মালবাহী ট্রাক সাজোরে বাসটিকে ধাক্কা দেয়। এতে মহাসড়কের ওপর ছিটক পড়ে গুরুতর আহত হন ফারুক।
পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক এবং তার চালক ও হেলপারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার গ্রামের বাড়ি যশোরে পাঠানো হয়েছে।
বাবু/জেএম