সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
সীতাকুণ্ডে পর্যটককে জিম্মি করে ছিনতাই-লুটপাট
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩৬ PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তের হামলার শিকার হয়ে নগদ অর্থ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই পর্যটকের নাম সায়েদুল ইসলাম (১৯) নামে এক যুবক। বুধবার (১৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্যের সামনে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই যুবক বলেন, আমি ভ্রমনের উদ্দেশ্যে ঢাকা সায়েদাবাদ থেকে সীতাকুণ্ডে এসেছি। পরে সকাল আটটার দিকে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মন্দিরের পাশে তেঁতুল গাছের সামনে গেলে ৪/৫ জন ছিনতাইকারী আমাকে কিলঘুষি মেরে আমার নগদ দুই হাজার টাকা ও একটি ১৬ হাজার টাকা দামের মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে আমি একেবারে নিঃস্ব হয়ে যাই। পরে ঘটনাস্থল থেকে ভয়ে সীতাকুণ্ড বাজারের দিকে ছুটে আসি।

রেল স্টেশনের এক দোকানদার বলেন, এই ধরনের ঘটনা প্রায় সময় ঘটে থাকে। বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের নগদ অর্থ ও মোবাইল ছিনতাই হয়। এতে সীতাকুণ্ডের সুনাম ক্ষুন্ন হচ্ছে তেমনি বিভিন্ন জেলা-উপজেলা থেকে আসা পর্যটকের জন্য আতঙ্কের কারণ হয়ে দাড়িয়েছে। পরে রেল স্টেশন মাস্টারের সহযোগিতায় ওই যুবককে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দেয়া হয়েছে বলে জানান।

ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে এস আই নির্মল বলেন, এই বিষয়ে আমরা অবগত নই। কোন ভুক্তভোগী পর্যটক এই পর্যন্ত অভিযোগ করেনি। তবে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ে পুলিশের একটি টিম নিরাপত্তা দিয়ে থাকে। ছিনতাইয়ের ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত