লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ২০ বোতল ফেনসিডিলসহ শামীম আক্তার (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
বুধবার দুপুরে ১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃত শামীম আক্তার ভারতের কুচবিহার জেলার শীতলকুচি থানার গোলে নোহাহাটি এলাকার আব্দুল জেলালের ছেলে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দইখাওয়া কোম্পানি কমান্ডার সুবেদার সওদাগর মিয়া বলেন, দইখাওয়া সীমান্ত অতিক্রম করে দেশে অবৈধভাবে প্রবেশ করার দায়ে ভারতীয় যুবক শামীম আক্তারকে আটক করে বিজিবির টহল দল। পরে তার শরীর তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বাবু/জেএম