গত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের নিয়মিত মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ-৮ জনকে আটক করা হয়েছে।
রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে গোদাগাড়ী মডেল থানা-৪ জন, মোহনপুর-১, দুর্গাপুর-১, ও বাঘা থানা-২ জনকে আটক করে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি,৩ জনকে অন্যান্য মামলায় ও ১ জনকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করা হয়েছে। মোহনপুর থানা পুলিশ আলম (৩৫) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করেন।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
বাবু/জেএম