বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ ৩০ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫
ওবায়দুল কাদেরের হ্যাট্রিকে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২, ৬:৩৬ PM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। এ সময় নেতাকর্মীদেরকে মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে । 

ওবায়দুল কাদের তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক ঘোষিত হচ্ছেন এমন আভাসে দ্বিতীয় অধিবেশনের শুরু থেকেই বসুরহাট জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। ঢাকায় দ্বিতীয় অধিবেশনে সাধারণ সম্পাদকের নাম ঘোষণার পরপরই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বসুরহাট বাজারে একটি আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আনন্দ মিছিল হয়েছে। 

এ সময় ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান উপস্থিত নেতাকর্মীরা। এ মিছিলে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন বাদল, সামছুদ্দিন নোমান, যুবলীগ নেতা মাঈন উদ্দিন মামুন, আবদুল হাই ফরহাদ, হামিদ উল্যাহ হামিদ প্রমুখ। 

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন (কোম্পানীগঞ্জ-কবিরহাট) থেকে তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর আর কেউ সাধারণ সম্পাদকের মত বড় পদ পাননি। ওবায়দুল কাদের শুধু একবার নয় আওয়ামী লীগের ইতিহাসে সকল রেকর্ড ভেঙে তৃতীয় বারের মত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এজন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ মানুষও উচ্ছ্বসিত।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত