বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সাভারে দুই ভুয়া ডিবি পুলিশ আটক
আতিকুল ইসলাম, সাভার
প্রকাশ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮:২১ PM
সাভারের ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাৎ এর ঘটনায় দুই প্রতারককে আটক করেছে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশ। এ সময় তাদের নিকট হতে  একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব। গতকাল মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভারের কর্নপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ দানার চরিতাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে মাহাবুর রহমান ওরফে মিন্টু (২৭) ও একই মনমথ এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩৪)। এদের মধ্যে মিন্টু সাভারের উলাইল কর্ণপাড়া এলাকায় ও ওমর ফারুক সাভারের পশ্চিম ব্যাংক টাউন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, গতকাল ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের এস আই মোহাম্মদ শাহাদাত সাভারের কর্ণপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজু খন্দকার (৩৪) নামের এক ব্যক্তিকে তারা ডিবি অফিসার পরিচয় দিয়ে নিলামের হায়েস গাড়ী পাইয়ে দেওয়ার নাম করে তাহার নিকট হইতে এক লক্ষ একানব্বই হাজার পাঁচশত টাকা আত্মসাত করেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বাংলাদেশ বুলেটিনকে জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে টাকা আত্মসাতের ঘটনাটি স্বীকার করেছে। এ সময় তাদের নিকট হতে একটি প্লাস্টিকের খেলনা পিস্তল উদ্ধার করা হয়। তারা নিজেদেরকে ডিবি অফিসার পরিচয় দেয়ার জন্য সে খেলনা পিস্তল বিভিন্ন জায়গায় প্রদর্শন করত।  আসামিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত