শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
পর্তুগালের দায়িত্বে রবের্তো মার্তিনেস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩, ৮:০৭ PM
গুঞ্জন ছিল পর্তুগালের দায়িত্ব নিতে যাচ্ছেন রবের্তো মার্তিনেস। এবার সেই গুঞ্জন সত্য করে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দায়িত্ব নিলেন এই স্প্যানিশ কোচ। 

পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি ফের্নান্দো গোমেস সোমবার মার্তিনেসের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দেন। সংবাদ সম্মেলনে মার্তিনেসের দায়িত্ব নেওয়াটাকে পর্তুগাল জাতীয় দলের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে উল্লেখ করেন তিনি।

কাতার বিশ্বকাপের পর বেলজিয়ামের দায়িত্ব ছাড়া মার্তিনেস পর্তুগালের দায়িত্ব নিলেন। তার অধীনে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল বেলজিয়াম। আর পর্তুগাল এবার ডিঙাতে পারেনি কোয়ার্টার ফাইনালের বাধা।

২০১৬ সালে বেলজিয়ামের কোচের দায়িত্ব নেন মার্তিনেস। এই কোচের হাত ধরে দারুণ অর্জন আছে বেলজিয়ামের। মার্তিনেসই বেলজিয়ামকে ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষে তুলেছিলেন। ২০১৮ বিশ্বকাপে তার হাত ধরে দলটি তৃতীয় হয়। 

বাবু/এসআর

 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত