শনিবার ২৮ জুন ২০২৫ ১৪ আষাঢ় ১৪৩২
শনিবার ২৮ জুন ২০২৫
ঢাকাকে হারিয়ে টানা পঞ্চম জয় সিলেট স্ট্রাইকার্সের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩, ৬:৩৪ PM আপডেট: ১৬.০১.২০২৩ ৬:৩৬ PM
বিপিএলে ঢাকা ডমিনেটরসেরকে হারিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেল সিলেট স্ট্রাইকার্স। সোমবার বিপিএলের চট্টগ্রাম পর্বে মিডল অর্ডারদের ব্যর্থতায় ১২৯ রানের লক্ষ্য পেরোতে শেষ ওভার পর্যন্ত খেলতে হয় মাশরাফি বিন মর্তুজার দলকে। চার বল হাতে রেখে পাঁচ উইকেটে জয় পায় সিলেট।

অল্প রানের পুঁজি নিয়ে ম্যাচটি নিজেদের পাল্লায় প্রায় টেনে নিয়ে যাচ্ছিল ঢাকা। কিন্তু শেষ দিকে থিসারা পেরেরা ও আকবর আলীর ঝড়ো ইনিংসে জয় জয়ের স্বপ্ন মাটিতে মিশে যায় তাদের। অল্প রানের লক্ষ্যে নেমে মোহাম্মদ হারিস উড়ন্ত সূচনা এনে দেন দলকে। তবে আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত সুবিধা করতে পারেননি। ২০ বল খেলে করেন ১২। অপর প্রান্তে অবশ্য রানের চাকা সচল রাখেন হারিস। তবে শান্তর মতো তাকেও সাজঘরে ফিরতে হয় নবম ওভারে। ৩২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৪ রান করেন তিনি। ৬১ রানের ভেতর দুই ওপেনারকে বিদায় করে ঢাকাকে ম্যাচে ফেরান অধিনায়ক নাসির হোসেন।

জাকির হাসান করেন এক, ইমাদ ওয়াসিম ২০ বলে ১১। মুশফিকুর রহিম কিছুটা সময় ধরে খেললেও তার ইনিংস টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না। তিনি ২৫ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। ফলে শেষদিকে এসে চাপে পড়ে সিলেট। শেষ দুই ওভারে দরকার ছিল ২০ রান।

কিন্তু শেষ দিকে থিসারা পেরেরা ও আকবর আলীর টর্নেডো ইনিংসে জয়ের স্বপ্ন মাটিতে মিশে যায় ঢাকার। সৌম্য সরকারকে ছক্কা হাঁকিয়ে চার বল হাতে রেখে ম্যাচ শেষ করেন পেরেরা। ১১ বলে ২ চার ও ১ ছক্কায় ২১ রান করেন তিনি। অপর প্রান্তে ৫ বলে ১ ছক্কায় ১০ রান করে অপরাজিত ছিলেন আকবর।

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত