সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
‘পর্দার আড়ালে অনেক কিছু করছেন তামিম’
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩, ৯:৪২ PM
বিপিএলের চলতি নবম আসরে নিজের প্রথম ফিফটি পেয়েছেন তামিম ইকবাল। আজ মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে তামিমের ৪৭ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৬০ রানের ইনিংসে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে খুলনা টাইগার্স। টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে এটাই তাদের প্রথম জয়। শুধু পারফর্মেন্সই নয়, মাঠের বাইরেও অনেক ক্ষেত্রেই অবদান রাখছেন তামিম।

তামিম থাকতেও ইয়াসির আলী রাব্বির নেতৃত্বে এবারের বিপিএল খেলছে খুলনা টাইগার্স। জাতীয় দলের জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করতে তামিমই নাকি অধিনায়ক হতে চাননি। সেই সঙ্গে রাব্বিকে তিনি পূর্ণ সহযোগিতা করে যাচ্ছেন। আজকের ম্যাচ শেষে সেই গল্প শোনালেন খুলনার ডাচ পেসার পল ফন মিকেরেন, ‘আমার মনে হয় তিনি (তামিম) পর্দার আড়ালে অনেক কিছুই করছেন। যেকোনো কিছুতে টিম ম্যানেজমেন্টকে সাহায্য করছেন। ইয়াসিরের সঙ্গেও নিজের অভিজ্ঞতা ভাগ করছেন। যে কারণে ইয়াসির খুব দ্রুত শিখতে পারছে।’

বাংলাদেশের সেরা ওপেনারের ব্যাটিংয়ের প্রশংসাও শোনা গেছে ফন মিকেরেনের মুখে, ‘আজকে তার (তামিম) ওপর চাপটা কম ছিল। আমাদের বলপ্রতি ১ রানের মতো প্রয়োজন ছিল। শুরুর ৮-৯ ওভারের মধ্যে দুটি ১০ রানের ওভার পেয়েছি আমরা। যা চাপটা সরিয়ে দেয়। তামিম পুরো ইনিংসটা নিয়ন্ত্রণ করছিলেন, গতিবিধি ঠিক করছিলেন। যখন মনে করেছেন কোনো বোলারকে মেরে খেলা সম্ভব, নির্দ্বিধায় তা করেছেন। তিনি খুবই হিসেবি ও বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেলেছেন।’

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত