শুক্রবার ১১ জুলাই ২০২৫ ২৭ আষাঢ় ১৪৩২
শুক্রবার ১১ জুলাই ২০২৫
আরও একবার বিফলে গেল নাসিরের অলরাউন্ড পারফরম্যান্স
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৪:০০ PM আপডেট: ০১.০২.২০২৩ ২:৫৮ PM
রীতিমতো স্বপ্নের ফর্মে রয়েছেন নাসির হোসেন। ব্যাট-বলের ঝলকে প্রতি ম্যাচেই সেরাটা দিয়ে দলের জন্য চেষ্টা করছেন। কিন্তু তার দল ঢাকা ডমিনেটরস তলানি থেকে ওপরে উঠতে পারছে না।

আরও একবার বিফলে গেল নাসিরের অলরাউন্ড পারফরম্যান্স। বল হাতে ২ উইকেট নেওয়ার পর রান তাড়ায় নেমে খেললেন অপরাজিত ৫৪ রানের ইনিংস। তবু ফরচুন বরিশালের কাছে তার দল হারল ১২ রানে।

এই জয়ে ছ য় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্সকে ধরে ফেলেছে সাকিবের বরিশাল। সমান ম্যাচে মাত্র এক জয় নিয়ে তলানিতে ঢাকা ডমিনেটরস।

লক্ষ্য ছিল ১৭৪ রানের। উসমান গনি উড়ন্ত সূচনা দিয়েছিলেন ঢাকাকে। ১৯ বলে তার ব্যাট থেকে আসে ৩০ রানের ইনিংস। তবে সৌম্য সরকার আরও একবার ব্যর্থ। ১৫ বল খেলে করেন ১৬ রান। এর পর মোহাম্মদ ইমরান ফেরেন ৩ রানে। ৫৯ রানে ৩ উইকেট হারায় ঢাকা।

সেখান থেকে মোহাম্মদ মিঠুনকে নিয়ে নাসিরের লড়াই। ৮৯ রানের জুটি গড়েন তারা। ৭ উইকেট হাতে নিয়ে শেষ তিন ওভারে ৩৮ রান দরকার ছিল ঢাকার। মিঠুন ৩৮ বলে ২ চার আর ৩ ছক্কায় ৪৭ রান করে যখন ফেরেন, তখন ৯ বলে ২৬ লাগত।

কিন্তু মিঠুনকে আউট করা মোহাম্মদ ওয়াসিম ১৯তম ওভারটিতে দেন মাত্র ৭ রান। এতেই ঢাকার জয়ের আশা ফিকে হয়ে যায়। শেষ ওভারে দরকার ছিল ২৫, ঢাকা নিতে পারে ১১ রান। নাসির ৩৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।

এ নিয়ে এবারের বিপিএলে নাসিরের ইনিংসগুলো দাঁড়াল এমন— ৩৬*, ৪৪, ৩০, ৩৯, ৬৬*, ৫৪*। এই ছয় ম্যাচে উইকেটও নিয়েছেন ৭টি। অলরাউন্ড পারফরম্যান্স যাকে বলে!

এর আগে ৬৩ রানে শীর্ষ ৪ ব্যাটার সাজঘরে, ৮৯ রানে উইকেট পড়ল ৫টি। বেশ বিপদে পড়েছিল ফরচুন বরিশাল। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ আর ইফতিখার আহমেদের ৫৭ বলে ৮৪ রানের জুটি। এই জুটিতে ভর করেই ৫ উইকেটে ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় ফরচুন বরিশাল।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নামে বরিশাল। টপঅর্ডারের চার ব্যাটার সাইফ হাসান (৬ বলে ১০), এনামুল হক বিজয় (৮ বলে ৬), মেহেদি হাসান মিরাজ (১৪ বলে ১৭) আর চতুরঙ্গ ডি সিলভা (১০ বলে ১০) ব্যর্থতার পরিচয় দেন।

সাকিব আল হাসান ঝড় তুলতে চেয়েছিলেন। কিন্তু ১৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৩০ রানেই থামতে হয় তাকে। এরপর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ আর ইফতিখার।

ইফতিখার ৩৪ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় অপরাজিত থাকেন ৫৬ রানে। ২১ বলে ২ চার আর এক ছক্কায় ৩৫ করেন মাহমুদউল্লাহ। ঢাকার অধিনায়ক নাসির হোসেন ১৬ রানে নেন ২ উইকেট।

বাবু/পিকু
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত