মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
কর্পোরেট কাবাডির ফাইনাল মঙ্গলবার
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ৯:৪১ PM আপডেট: ৩১.০১.২০২৩ ৪:১৯ PM
প্রথমবারের মতো আয়োজিত কর্পোরেট নারী কাবাডির ফাইনাল আগামীকাল। পল্টনস্থ জাতীয় কাবাডি স্টেডিয়ামে দুপুর তিনটায় শিরোপার জন্য লড়বে ঢাকা টুয়েলভ ও টেকনো মিডিয়া। 

আগামীকাল অনুষ্ঠেয় ফাইনালে শিরোপা প্রত্যাশী টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার বলেন, ‘দেশের প্রথমবার আয়োজিত হয়েছে কর্পোরেট মেয়েদের কাবাডি লিগ। তাই ইতিহাসের অংশ হতে আমরা শিরোপা জিততে চাই। আমাদের দলের অন্যতম শক্তি জাতীয় দলের কচি রানী সরকার, সোমা আক্তার, রুপালী আক্তার। কোচ বাদশা মিয়ার নির্দেশনা মোতাবেক খেলতে পারলে শিরোপা আমরাই জিতব ইনশাল্লাহ।’ 

ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তার বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য কর্পোরেট কাবাডির শিরোপা জেতা। সেই রসদও আমাদের রয়েছে। জাতীয় দলের খেলোয়াড় স্বরস্বতী রায় ও আমি রয়েছি। আমরা ভালো খেলেই এখানে এসেছি। ডিসিপ্লিনের মধ্য দিয়ে খেলেছি, তাই জিতেছি। সবাই কষ্ট করেছি। কোচ বজলুর রশিদের নির্দেশনা অনুযায়ী শেষ ম্যাচেও দুর্দান্ত খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই।’ 

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেবেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি। প্রথম কোয়ালিফায়ারে ঢাকা টুয়েলভ ২৬-২৩ পয়েন্টে নরসিংদী লিজেন্ডসকে এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে এলিমিনেটর নরসিংদী লিজেন্ডসকে ২৪-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টেকনো মিডিয়া। 

বাবু/এসআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কাবাডি   কর্পোরেট   মিডিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত