বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
রেফারিকে ঘুষি মেরে ৩০ বছরের জন্য নিষিদ্ধ!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩, ৫:৩২ PM
রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে প্রায়ই ফুটবলাররা মেজাজ হারিয়ে ফেলেন। মাথা গরম করে রেফারিকে ধাক্কা মারা, গালাগালি করা তো মামলি ব্যাপার। এমনকি রেফারির গায়ে হাত তোলার ঘটনাও ঘটে। সেজন্য ফুটবলারদের শাস্তিও হয়। কিন্তু রেফারিকে ঘুষি মারার অপরাধে কোনো ফুটবলারকে ৩০ বছরের জন্য নিষিদ্ধ করা! এমন বিচিত্র ঘটনা ফুটবল ইতিহাসে আগে কখনো ঘটেছিল কি না সন্দেহ আছে।

তবে কিলিয়ান এমবাপ্পেদের ফ্রান্সে এবার এই অদ্ভুত ঘটনাই ঘটলো। রেফারিকে ঘুষি মারার জন্য দেশটির এক ফুটবলারকে ৩০ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে ফ্রান্সের লোরিয়েত জেলার ফুটবল শৃঙ্খলা কমিটি! ওই ফুটবলারের নাম অবশ্য জানানো হয়নি। আয়োজকরা তাকে শুধু ‘ফ্যানাটিক’ ফুটবলার হিসেবে আখ্যায়িত করেছে।

রেফারিকে ঘুষি মারার কাণ্ডটা ঘটে গত ৮ জানুয়ারি লোরিয়েত কাপে, গাতিনায়েস অ্যাঁতেত স্পোর্টিভা ও অলিভেত ক্লাবের মধ্যকার ম্যাচে। ম্যাচে প্রতিপক্ষকে ফাউল করার অপরাধে ওই ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি বুরাক তাসের। কিন্তু  ফুটবলার লাল কার্ড মেনে নিতে পারেননি। ৩৫ বছর বয়সি ওই ফুটবলার ক্ষেপে গিয়ে রেফারির মুখে ঘুষি মেরে বসেন। রেফারি বুকার বেশ আঘাত পান, ব্যথায় দুইদিন কোনো কাজ করতে পারেননি তিনি।

শুধু ওই ফুটবলারকেই নয়, তার অপরাধের শাস্তি পেতে হয়েছে ক্লাব গাতিনায়েস অ্যাঁতেত স্পোর্টিভাকেও। ক্লাবটিকে ১ হাজার ১০০ ইউরো জরিমানা করা হয়েছে, পাশাপাশি আগামী তিন বছরের জন্য লোরিয়েত কাপে নিষিদ্ধ করা হয়েছে। ২৫ মিনিটের মাথায় বন্ধ হয়ে যাওয়া ম্যাচটিতেও প্রতিপক্ষ অলিভেতকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়!

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রেফারি. নিষিদ্ধ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত