সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খুলনাকে হারিয়ে প্লে অফে বরিশাল
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:০৫ PM
বিপিএলের ৩৩তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৩৭ রানে হারিয়ে প্লে অফের পথ পরিষ্কার করলো সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বরিশাল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান তুলতেই থামে খুলনার ইনিংস। 

লিগে ১০ ম্যাচে ৭ জয়ে বরিশালের পয়েন্ট ১৪। টেবিলের দুইয়ে অবস্থান তাদের। সমান ম্যাচে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকা সিলেট স্ট্রাইকার্স আগেই প্লে অফ নিশ্চিত করেছে। অপরদিকে, ১০ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করা খুলনা এরইমধ্যে শেষ চারে উঠার লড়াই থেকে ছিটকে গেছে। তাদের অবস্থানও টেবিলের তলানিতে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তিনে আছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে চারে অবস্থান রংপুর রাইডার্সের।

১৯৫ রানের বড় লক্ষ্য তাড়ায় নেমে একেবারেই সুবিধা করতে পারেনি খুলনা। দ্বিতীয় ওভারেই ওপেনার তামিম ইকবালের উইকেট হারায় তারা। পাকিস্তানি পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের বলে বোল্ড হয়ে ফেরার আগে খুলনার অধিনায়ক করতে পারেন মাত্র ১ রান। এরপর আরেক ওপেনার অ্যান্ড্রু বলবার্নি (১২) ফেরেন খালেদ আহমেদের বলে।

দুই ওপেনারকে হারানোর পর ঘুরে দাঁড়ানো তো দূরের কথা, উল্টো রানের খাতা খোলার আগেই সাকিব আল হাসানের বলে বোল্ড হয়ে ফেরেন খুলনার টপ অর্ডারের আরেক ব্যাটার মাহমুদুল হাসান জয়। সেই ধাক্কা কাটিয়ে উঠতে লড়াই চালিয়ে চান শাই হোপ ও ইয়াসির আলী। খুলনার অধিনায়ক হোপ ২৪ বলে ২৭ রান করে খালেদ আহমেদের দ্বিতীয় শিকারে পরিণত হন।

৫৪ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা খুলনাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ইয়াসির। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছিলেন নাহিদুল ইসলাম। দুজনের জুটিতে উঠেছিল ৮১ রান। কিন্তু দলকে ১৩৫ রানে রেখে নাহিদুল (২৪) ফিরে গেলে করিম জানাতের ওই ওভারে বিদায় নেন ইয়াসিরও। ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬০ রান করা ইয়াসির ফিরে গেলে কার্যত হারের ক্ষণ গণনা শুরু করে খুলনা। বাকি সময় হারের ব্যবধানটাই কিছুটা কমেছে।  

বরিশালের পক্ষে আফগান পেসার করিম জানাত ২৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। দুটি উইকেট খালেদ আহমেদের।

বাবু/জেএম

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খুলনা   বরিশাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত