রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
অভিনেত্রীকে কুপ্রস্তাব দিল ব্যবসায়ী
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৭ PM আপডেট: ২৮.০২.২০২৩ ১:৩৪ PM
ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব হরহামেশাই ঘটে। তবে সবাই আবার এ বিষয় নিয়ে মুখ খুলেন না। আর যারা খুলেন তারা থাকেন নানা আলোচনায়। সম্প্রতি বাংলা সিরিয়ালের পরিচিত মুখ রুপাঞ্জনা মিত্র এ বিষয়ে পড়েছেন বিপাকে। 

অর্থের বিনিময়ে ব্যক্তিগত সময় কাটানোর প্রস্তাব পেয়েছেন। মৃন্ময় নামের এক ব্যক্তি তার ক্লায়েন্টের হয়ে এ অভিনেত্রীর সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। সেখানে অভিনেত্রীর ‘রেট চার্ট’ জানতে চাওয়া হয়। আর তাদের কথোপকথনের সকল তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন অভিনেত্রী। হোয়াটসঅ্যাপ মেসেজগুলোর স্ক্রিনশটও প্রকাশ করেন রূপাঞ্জনা। সেই সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ক্যাপশনে।

রূপাঞ্জনা লেখেন, বেশ কয়েক বছর ধরে উপেক্ষা করেও এই ধরনের অসুস্থ মানসিকতার লোকেদের মধ্যে কোনো পার্থক্য আসেনি। যারা শুধুই নারীকে পণ্য হিসেবে মনে করে। সমাজও এই ধরনের চাহিদা পূরণ করে। তিনি আরও জানান, মেইল আসে ইনস্টাগ্রামে দেওয়া মেইল অ্যাড্রেসে। কাজ সংক্রান্ত প্রশ্নের জবাবে নিজের ফোন নাম্বার দেন সরাসরি যোগাযোগ করার জন্য। এরপরই ওই ব্যক্তি তাকে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করেন। আর সেখানেই সোজাসুজি জানতে চাওয়া হয় তার ‘ফি’ কত! এমনকি ওই ব্যক্তি সরাসরি বলেন তার ক্লায়েন্ট চাইছেন দেখা করতে এবং সময় কাটাতে। 

রূপাঞ্জনা এরপরও আরও বেশি প্রশ্ন করতে থাকেন, কেন হবে এই সাক্ষাৎ? কী কাজ? যার জবাব সরাসরি না এলেও বারবার দেখা করার কথা বলা হতে থাকে। ওই ব্যক্তি আরও জানান, তার ক্লায়েন্ট বিনোদন জগতের কেউ নন বরং এক ব্যবসায়ী। বাঙালি ব্যবসায়ী। তবে এসবের ভিড়ে কড়া জবাব দিতে ভুল করেননি তিনি। স্পষ্ট জানান, তিনি ভুল জায়গায় এসব করেছেন। বাঙালি ব্যবসায়ীকে তিনি খুঁজে বের করবেনই। এই গোটা ঘটনাই ফেসবুকে তুলে ধরেন রূপাঞ্জনা। 

অভিনেত্রী বলেন, এই প্রস্তাবটা পাঠানো হয় আমার কাজের ক্ষেত্রে ব্যবহৃত নম্বরে। এই দালাল যে কোন জায়গায় পৌঁছছে, তা ভাবা যায় না। আমি এর কড়া পদক্ষেপ নেব। আসলে এর পেছনে কোনো চক্র রয়েছে কি না সেটা জানা দরকার। তবে তার কথায় স্পষ্ট যে আগেও তিনি বহুবার এই ধরণের কুপ্রস্তাব পেয়েছেন। এবং এর কড়া জবাবের ক্ষেত্রে পিছু পা হননি তিনি।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অভিনেত্রী   ব্যবসায়ী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত