শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ফাইনালে উঠেও অসন্তুষ্ট রিয়াল কোচ আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:০৫ PM
আল আহলি স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। স্কোরলাইন দেখে মনে হতে পারে, দাপুটে জয়ই পেয়েছে লস ব্লাঙ্কোরা। তবে বুধবার মরক্কোর প্রিন্স মৌলা আব্দেল্লাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচটিতে রিয়ালের করা শেষ দু’টি গোলই যোগ করা সময়ের। ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা আল আহলির ম্যাচে ফেরার পর্যাপ্ত সুযোগ ছিল। তাই তো ক্লাব বিশ্বকাপের ফাইনালে পৌঁছেও নাখোশ রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

প্রথমার্ধে ৪২তম মিনিটে ভিনিসিউস জুনিয়রের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বিরতি থেকে ফিরেই স্কোরশিটে নাম তোলেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। ৬৫তম মিনিটে সফল স্পটকিকে ব্যবধান কমান আহলির তিউনিসিয়ান ডিফেন্ডার আলি মালওল। ৭৯তম মিনিটে সমতায় ফিরতে পারতো মিশরের ক্লাবটি। কিন্তু রিয়ালকে রক্ষা করেন গোলরক্ষক লুনিন। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে লুকা মদরিচ পেনাল্টি মিস করেন।

এরপর যোগ করা সময়ে রিয়াল সমর্থকদের দুশ্চিন্তা দূর করেন রদ্রিগো ও সার্জিও আরিবাস। ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে স্কোরলাইন ৩-১ করেন রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। ৯০+৮ মিনিটে স্কোরশিটে নাম তোলেন স্প্যানিশ মিডফিল্ডার আরিবাস।

ম্যাচ শেষে কার্লো আনচেলত্তি বলেন, ‘২-০ গোলে এগিয়ে যাওয়ার পর আমরা ভেবেছিলাম খেলা শেষ এবং একটু বেশিই ড্রিবল করতে শুরু করেছিলাম। আমরা ভেবেছিলাম যে, ম্যাচ জিতেই গেছি। কিন্তু এভাবে ফুটবল হয় না।’

আনচেলত্তি বলেন, ‘(লিড নেয়ায়) আমরা নিষ্প্রভ হয়ে পড়েছিলাম। এটা আগুন নিয়ে খেলার মতো, এমনটি হতে দেয়া যাবে না। আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ম্যাচের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখতে হবে। এই টুর্নামেন্টে আমাদের খুব বেশি পাওয়ার নেই, তবে হারানোর অনেক কিছু আছে।’

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সৌদি আরবের আল হিলাল এফসি। আগামী ১১ই ফেব্রুয়ারি রাত ১টায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

বাবু/এ আর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলা    আনচেলত্তি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত