মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
নতুন গতিদানব ইহসানউল্লাহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:১২ PM
পাকিস্তান ক্রিকেট দল মানেই পেসারদের মেলা। গতির পাশাপাশি সুইং-বাউন্সে পারদর্শী এক ঝাঁক পেসার সবসময়ই থাকে দলটির নিয়মিত একাদশে। ক্রিকেটে যুগের বিবর্তন হলেও পাকিস্তান হারায়নি তাদের পেস বোলিং সংস্কৃতি। এক সময় বিশ্ব দাপিয়ে বেড়ানো শোয়েব আখতার-ওয়াসিম আকরামরা চলে গেলেও তাদের জায়গা নিয়েছেন শাহীন আফ্রিদি-হারিস রউফ-নাসিম শাহরা। এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও একজন। 

পাকিস্তান সুপার লিগের ম্যাচে গতকাল মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্স এবং মুলতান সুলতানস। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা একদম খারাপ হয়নি কোয়েটার। কিন্তু ষষ্ঠ ওভারে এসে হুট করেই খেলার মোড় ঘুরিয়ে দেন ইহসানউল্লাহ। একের পর এক ঝোড়ো গতির বোলিংয়ে ব্যাটারদের দিশেহারা করে তোলেন ২০ বছর বয়সী এ পেসার।

প্রথম ওভারে মাত্র ১ রান দিয়ে সরফরাজ আহমেদের উইকেট তুলে নেন ইহসান। অষ্টম ওভারে আবারও ইহসানের ঝড়। এবার পরপর দুই বলে জেসন রয় এবং ইফতিখার আহমেদকে ফেরান তরুণ এ পেসার, রান দেননি একটিও। ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর ধুঁকতে থাকা কোয়েটাকে এগিয়ে নিচ্ছিলেন অভিজ্ঞ উমরান আকমল এবং মোহাম্মদ নেওয়াজ। 

দিনটা ছিল ইহসানউল্লাহরই। তাই তার হাত থেকে বাঁচার কোনো সুযোগই পায়নি কোয়েটা। ১৩ তম ওভারে বোলিংয়ে এসে আবারও দুই উইকেট নিয়ে কোয়েটার সম্মানজনক সংগ্রহ পাওয়ার সুযোগটাও নষ্ট করে দেন তিনি। ও হ্যাঁ, এই ম্যাচে ঘণ্টায় ১৫২.৬ কি.মি. গতিতে বল ছুঁড়ে এবারের পিএসএলের সবচেয়ে বেশি গতির বলের রেকর্ডটাও নিজের করে নেন ইহসান। আর তাতেই পাওয়া গেছে, পাকিস্তান ক্রিকেটে নতুন গতিদানবের আগমণী বার্তা।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ইহসানউল্লাহ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত