শুক্রবার ৪ জুলাই ২০২৫ ২০ আষাঢ় ১৪৩২
শুক্রবার ৪ জুলাই ২০২৫
ব্যাটিং ব্যর্থতার দিনে বাংলাদেশের সংগ্রহ ২০৯
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ৪:১৬ PM আপডেট: ০১.০৩.২০২৩ ৪:২০ PM

মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতলেও ব্যাট হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ। ৪৭.২ ওভারে ২০৯ রানেই গুটিয়ে গেছে তারা।

মিরপুরে আগে ব্যাটিং করে সর্বশেষ ৫ বছরের মধ্যে এটিই এখন বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। সর্বশেষ এত কম রান নিয়ে এ মাঠে বাংলাদেশ জিতেছিল ২০১৮ সালে—জিম্বাবুয়ের বিপক্ষে, সেবার হয়েছিল ২১৬ রান।

১৮২ রানে অষ্টম উইকেট পড়লেও শেষ দিকে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন পেসার তাসকিন আহমেদ। বড় শটস খেলে স্কোর দুইশ ছাড়াতে অবদান রেখেছেন তিনি। দলীয় ২০৮ রানে তাকে গ্লাভসবন্দি করিয়েছেন আর্চার।  ফেরার আগে ব্যাটার হয়ে উঠা তাসকিন ১৮ বলে ১৪ রান করেছেন। তাতে ছিল ১ চার ও ১ ছয়।

তামিম ইকবাল ও লিটন দাসের ওপেনিং জুটিতে শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের। তবে গুচ্ছাকারে উইকেট হারিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছে তারা। সর্বোচ্চ ৫৩ রানের জুটিটি এসেছে পঞ্চম উইকেটে, মাহমুদউল্লাহ ও নাজমুলের মধ্যে। নাজমুল ফিফটির পরপরই থেমেছেন, মাহমুদউল্লাহ থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। 

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত