এর রেশ পড়েছে যেন সুদূর সেঞ্চুরিয়নেও। যেখানে প্রথম টেস্টে তিন দিনেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৭ রানের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
সে লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানে শেষ ক্যারিবীয়রা। উইকেট যাওয়ার মিছিলে স্রোতের বিপরীতে ছিলেন কেবল জার্মেই ব্লাকউড। তিনি খেলেন ৭৯ রানের ইনিংস। বাকিদের রান বিশের নিচে। অধিনায়ক ব্রাথওয়েট, রস্টন চেইজ, কাইল মায়ার্সতো রানের খাতাই খুলতে পারেননি।
বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি উইকেট নেন ক্যাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ১১৫ ও দ্বিতীয় ইনিংসে ৪৭ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মারক্রাম।
দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ৮ মার্চ জোহানেসবার্গে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |