বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫ ২৩ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ৭ আগস্ট ২০২৫
রাবাদার বোলিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকার জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ১০:২৫ PM

টেস্ট ক্রিকেট পাঁচ দিনের। তবে সাম্প্রতিক সময়ে তিনদিনের মধ্যেই যেন শেষ হচ্ছে সব ম্যাচ। অস্ট্রেলিয়া-ভারত বড় উদাহরণ। প্রথম দুটি ম্যাচ শেষ হয়েছে প্রায় তিন দিনে। দুই ম্যাচেই জিতেছে ভারত। ইন্দোরে চলমান তৃতীয় টেস্ট ম্যাচও শেষ হচ্ছে তৃতীয় দিনে।


এর রেশ পড়েছে যেন সুদূর সেঞ্চুরিয়নেও। যেখানে প্রথম টেস্টে তিন দিনেই হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। ৮৭ রানের জয় পেয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।


এইডেন মারক্রামের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ১১৬ রানে অল আউট দক্ষিণ আফ্রিকা। তাতে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ২৪৭ রানের।

সে লক্ষ্যে খেলতে নেমে ১৫৯ রানে শেষ ক্যারিবীয়রা। উইকেট যাওয়ার মিছিলে স্রোতের বিপরীতে ছিলেন কেবল জার্মেই ব্লাকউড। তিনি খেলেন ৭৯ রানের ইনিংস। বাকিদের রান বিশের নিচে। অধিনায়ক ব্রাথওয়েট, রস্টন চেইজ, কাইল মায়ার্সতো রানের খাতাই খুলতে পারেননি।


বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি উইকেট নেন ক্যাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ১১৫ ও দ্বিতীয় ইনিংসে ৪৭ রানের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মারক্রাম।


দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। আগামী ৮ মার্চ জোহানেসবার্গে শুরু হবে দুই দলের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট।


বাবু/এসআর


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   দক্ষিণ   আফ্রিকার   জয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত