এক সময়ের তারকা ফুটবলার। অর্থ উপার্জন করেছে বেশ। তবে দেনার দায়ে এখন তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। বলা হচ্ছে ব্রাজিলের সাবেক ফুটবলার রোনালদোর কথা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ল্যান্স’ জানিয়েছে, রোনালদোর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছেন সাও পাওলোর আদালত। রোনালদোর বিরুদ্ধে অভিযোগটা দেনার। প্রায় ১ মিলিয়ন রিয়াল (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা) দেনা রয়েছে তাঁর।
এক বিনিয়োগ প্রতিষ্ঠানটি মামলা করেছে লিভ ড্রিংকসের বিরুদ্ধে। এই প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার আবার রোনালদো। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, নতুন বছরের শুরু থেকে ক্লাবের বিভিন্ন খরচ মেটাতে আর্থিক সমস্যায় ভুগছেন রোনালদো। এ জন্য ক্রুজেইরোর ২০ শতাংশ শেয়ার বিক্রি করতে চান তিনি।
ক্রুজেইরো ক্লাবে ১৯৯৩ সালে পেশাদার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন রোনালদো। ২০২১ সালের শেষ দিকে পেশাদার এই ক্লাবের শেয়ার ক্রয় করেন তিনি। ক্লাবের মালিক হলেও পরের যাত্রাটা ভালো হয়নি।
বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |