সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
তামিম-সাকিবের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে টাইগাররা
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩, ৬:০০ PM
ইংল্যান্ডের দেওয়া পাহাড়সম টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা। স্কোরবোর্ডে ৯ রান তুলতেই নেই ৩ উইকেট। তবে খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার চেষ্টা চালাচ্ছেন অভিজ্ঞ দুই সেনানী সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। ইতোমধ্যে এই দুই ব্যাটারের থেকে এসেছে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮। জয়ের জন্য আরও ২৫৯ রান করতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সাকিব ২৮ ও তামিম ৩৩ রান নিয়ে ক্রিজে রয়েছেন।

এর আগে দ্বিতীয় ওয়ানডেতে দলে ফেরা স্যাম কারানের করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন দুই ব্যাটার। কারানের প্রথম শিকার লিটন দাস। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের দেখানো পথে হাঁটলেন আগের ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত।

ইনিংসের চতুর্থ বলে গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন লিটন। ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেছেন সেঞ্চুরিয়ান জেসন রয়। লিটন ফেরার পরের বলেই অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে বিপদ ডেকে আনলেন আগের ম্যাচে বাংলাদশের সর্বোচ্চ স্কোরার শান্ত। রানের খাতা খুলতে পারলেন না তিনিও। 

সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও। এবারও উইকেটটেকার সেই কারান। ৫ বলের মধ্যে তৃতীয় উইকেট কারানের। আবারো অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল, আবারো সেই চিরাচরিত খোঁচা ব্যাটসম্যানের। অবশ্য প্রথম দফায় আউট দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হয়েছেন জস বাটলার। ৯ রানের মধ্যেই তৃতীয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছে সফরকারী ব্যাটাররা। শুরুটা করেছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। তার ঝোড়ো সেঞ্চুরির পর ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক জস বাটলার। আর শেষ দিকে চড়াও হন মঈন আলি ও স্যাম কারান। স্বাগতিক বোলারদের ব্যর্থতার দিনে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ পেয়েছে ইংলিশরা। সিরিজ বাঁচাতে ৩২৭ রান করতে হবে তামিম ইকবাল বাহিনীকে। 

বাবু/এসআর
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তামিম   সাকিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত