লিওনেল মেসিকে হুমকি এবং তার স্ত্রীর পরিবারের দোকানে বন্দুকধারীদের হামলার ঘটনা অনেক দূর গড়িয়েছে। এই ঘটনায় নড়েচড়ে বসেছে আর্জেন্টিনার সরকারও। ইতোমধ্যে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ ব্যবস্থা নেবেন বলে ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন, বন্দুকধারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার আর্জেন্টিনার রোজারিওতে 'ইউনিকো' খাবারের দোকানে হামলা চালায় বন্দুকধারীরা। যে দোকানটির মালিক লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবার। দোকানের শাটারে ১৪টি গুলি চালানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ খবর বেরিয়েছে। বন্দুকধারীরা মেসিকে উল্লেখ করে একটি নোটও রেখে গেছে। যেখানে লেখা ছিল, ‘মেসি আমরা তোমার জন্য অপেক্ষা করছি।’ জাভকিন (রোজারিওর মেয়র পাবলো জাভকিন) একজন মাদক ব্যবসায়ী, সে তোমাকে দেখে রাখতে পারবে না।’
এ ঘটনায় প্রেসিডেন্ট ফার্নান্দেজ প্রতিশ্রুতি দিয়েছেন যে অপরাধীদের চিহ্নিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। শনিবার স্থানীয় সংবাদমাধ্যম ‘ইনফোবায়ের’ সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, ‘বৃহস্পতিবার আমি খুব কুৎসিত খবর শুনে জেগে ওঠি। আমি অবিলম্বে জাভকিনের সঙ্গে যোগাযোগ করি এবং আমি সরাসরি স্টাফ প্রধানের সঙ্গে কথা বলেছি। আমি তাকে বলেছিলাম যে কিছু করতে হবে। আমরা অনেক কিছু করছি, কিন্তু আরও কিছু করতে হবে। সহিংসতা এবং সংগঠিত অপরাধের সমস্যা খুবই গুরুতর।’
প্রসঙ্গত, গত দুই বছরে ৩৫ বছর বয়সী মেসি আর্জেন্টিনাকে দুটি বড় শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছেন। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ে মুখ্য ভূমিকা পালন করছেন। এছাড়া গত নভেম্বরে কাতার বিশ্বকাপে ৩৬ পর দেশকে বিশ্বকাপ জয়ের স্বাদ এনে দিয়েছেন।
-বাবু/এ.এস