গত বছর অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এবারের আসরে তেমন কোনো বিতর্ক না দেখা গেলেও ভারতীয়দের চোখে যেন নতুন বিতর্কই ধরা দিলো।
৯৫তম অস্কার মঞ্চে সঞ্চালক জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আরআরআর’কে বলিউড সিনেমা বলে সম্বোধন করেন। আর এতেই ক্ষুব্ধ হন সিনেপ্রেমীরা। এবারই প্রথম নয়, এর আগে আরও দু’বার অস্কার উপস্থাপনা করেছেন জিমি। এমন একজন অভিজ্ঞতাসম্পন্ন সঞ্চালকের কাছে এরকম ভুল মেনে নিতে পারছেন না ভারতীয়রা।
তাদের কথায়, ‘এটা তেলেগু ভাষার ভারতীয় ছবি, বলিউড নয়।’ আবার কেউ বললেন, ‘ভারতে অনেক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি আছে। বলিউড মানে হিন্দি ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি। এটা দক্ষিণ ভারতের ছবি।’ আবার কারো কারো কথায়, ‘অস্কার বিতর্ক ভালোবাসে।’
যদিও প্রথম দিন থেকেই নির্মাতারা ‘আরআরআর’ ছবিটিকে বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা বলেই পরিচয় করিয়ে আসছিলেন সেখানে অস্কারের মতো এমন একটা বড় আসরে এমন ভুল হয় কী করে? এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে।
বাবু/ এনবি