রাত পোহালেই সিলেটে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। পূর্ণাঙ্গ সফরে প্রথমবার আইরিশরা বাংলাদেশে এসেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর তিন টি-টোয়েন্টি ও এক টেস্ট খেলবে। এরপরই তারা বাংলাদেশকে আতিথেয়তা দেবে। তবে সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে।
আইসিসি ওয়ানডে সুপার লিগের তিন ওয়ানডে খেলবে দুই দল। সিরিজটির আয়োজক এসেক্স। খেলা হবে ক্লাউডি কাউন্টি গ্রাউন্ডে। ম্যাচগুলো হবে ৯, ১২ ও ১৪ মে। বাংলাদেশের জন্য এই সিরিজটি তেমন গুরুত্বপূর্ণ না হলেও আয়ারল্যান্ডের জন্য বাঁচা-মরার লড়াই।
বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে আইসিসি ওয়ানডে সুপার লিগে ৩০ পয়েন্ট নিয়ে সরাসরি বিশ্বকাপে চলে যাবে আইরিশরা। আর ৩-০ ব্যবধানে জিততে না পারলে জুনে জিম্বাবুয়ের বিপক্ষে কোয়ালিফায়ারে মুখোমুখি হবে।
আয়ারল্যান্ডে ওই সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে কোনো ম্যাচ যেন পণ্ড না হয় এজন্য ইংল্যান্ডে সিরিজ সরিয়ে নিয়েছে। বিশ্বকাপে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে সম্ভাব্য সকল সুযোগ তৈরি রাখছে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
বোর্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিওট্রম বলেছেন,‘বিশ্বকাপে খেলার সুযোগ সৃষ্টিতে আমরা বিভিন্নরকম চেষ্টা করছি। এজন্য আমরা হোম সিরিজের ম্যাচ চেমসফোর্ডে আয়োজন করছি।’
তিন ম্যাচের এই সিরিজটির টিকিট এরই মধ্যে অনলাইনে ছেড়েছে আয়োজকরা।
বাবু/মম