শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
শেষ ওয়ানডে থেকে বাদ পড়লেন আফিফ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৪:৪৫ PM
তৃতীয় ও সিরিজের শেষ ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগের দুই ম্যাচের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন। তবে তার বিকল্প হিসেবে অন্য কোনো ক্রিকেটারকে দলে ডাকা হয়নি। 

সর্বশেষ দলে ছিলেন শরিফুল ইসলামও। তবে কোনো ম্যাচ না খেলেই এবার তিনি জায়গা হারালেন। দলে থাকা বাকি পেসাররা দুর্দান্ত ফর্মে থাকায় এই তরুণকে দলে রাখার প্রয়োজনীয়তা অনুভব করেনি টিম ম্যানেজমেন্ট।

আগামী ২৩ মার্চ সিলেটে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। এর আগে সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যেই লিড নিয়েছে টাইগাররা। যদিও দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। 

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ দল- তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং জাকির হাসান। 

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ওয়ানডে   আফিফ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত