রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
মোহামেডানের বিপক্ষে তামিমের সেঞ্চুরি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৫:০৭ PM
বৃহস্পতিবার (২৩ মার্চ) সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় শেষে পরদিন আজ শুক্রবার মাঠে নেমে গেলেন তামিম ইকবাল। ঢাকায় ফিরে এদিন ডিপিএল খেলতে মাঠে নেমেছেন মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বিও। অবশ্য এদিন তামিমের দল প্রাইম ব্যাংকের খেলা ছিল মোহামেডানের বিপক্ষে। আর এমন ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতালেন তামিম।

রুবেল হোসেন, রেজাউর রাজা, তাইজুল ইসলাম, নাসির হোসেন, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিমদের নিয়ে সাজানো প্রাইম ব্যাংক যেন টাইগার স্কোয়াডের মতই। মূলত তামিমের সেঞ্চুরিতে ইমরুল কায়েসের দলকে ৭ উইকেটে হারায় প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের এটি টানা চতুর্থ জয়, অন্যদিকে মোহামেডানের তৃতীয় হার। 

দিনের শুরুতে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় প্রাইম ব্যাংক। ব্যাট করতে নেমে মোহামেডান সংগ্রহ করে ১৯৯ রান। এদিনও ব্যাট হাতে বড় ইনিংস খেলতে ব্যর্থ মাহমুদউল্লাহ রিয়াদ, করেছেন ১৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। নাসির হোসেনের ৩ এবং ২ টি করে উইকেট নেন রুবেল হোসেন ও রেজাউর রহমান রাজা।

মাঝারি রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের সাথে অবিচ্ছেদ্য শতরানের জুটিতে ৪৭ বল হাতে রেখেই প্রাইম ব্যাংকের জয় নিশ্চিত করেন তামিম। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করে অপরাজিত থাকেন তামিম। অন্যদিকে মুশফিক অপরাজিত থাকেন ৩৯ রানে। এছাড়া অধিনায়ক মোহাম্মদ মিঠুন করেন ৩১ রান। মোহামেডানের হয়ে ২ উইকেট সংগ্রহ করেন খালেদ আহমেদ।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  তামিমের   সেঞ্চুরি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত