আইপিএলের এবারের আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেই চোট পেয়েছিলেন কেইন উইলিয়ামসন। এরপর পুরো আসর থেকেই ছিটকে যান এই কিউই ব্যাটার। এবার তার পরিবর্তে দাসুন শানাকাকে দলে ভিড়িয়েছে গুজরাট টাইটান্স।
চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে জশুয়া লিটলের বলে স্কয়ার লেগে উড়িয়ে মারেন রুতুরাজ গায়কোয়াড়। ছয় বাঁচাতে সেখানে ফিল্ডিংয়ে থাকা উইলিয়ামসন জোরে লাফ দেন। সেই চেষ্টায় বাউন্ডারি রক্ষা করতে সক্ষম হলেও, তিনি ব্যর্থ হন পায়ের ভারসাম্য রাখতে।
উইলিয়ামসন পরে আর দাঁড়াতে পারেননি। হাঁটু ধরে যন্ত্রণায় কাতরাতে থাকা কিউই তারকা পরে সাপোর্ট স্টাফদের সহায়তায় মাঠ ছাড়েন। তার বদলে ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সাই সুদর্শনকে নামায় গুজরাট। পরে অবশ্য এই ম্যাচে জয় পেয়েছিল তার দল।
পরবর্তীতে ফ্র্যাঞ্চিজিটির পক্ষ থেকে জানানো হয়, উইলিয়ামসনের ডান হাঁটুর চোট যথেষ্ট গুরুতর। যা থেকে সেরে উঠতে তার কয়েক সপ্তাহ সময় লাগবে। ফলে চলতি আসরে তার আর মাঠে নামার সম্ভাবনা নেই।
বাবু/মম