মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
শহীদ চান্দু স্টেডিয়াম বুঝে নিতে যাচ্ছে বিসিবি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১০:১২ PM
জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার অভিযোগে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে আন্দোলন করেছিল বগুড়ার ক্রিকেটপ্রেমীরা।

অবশেষে মাঠটি পুনরায় বুঝে নিতে যাচ্ছে বিসিবি। আগামী শনিবার দুপুর ১২টায় জাতীয় ক্রীড়া সংস্থার (এনএসসি) সঙ্গে আলোচনা করে ভেন্যুটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেবে বিসিবি।

জানা গেছে, ভেন্যুটি নিয়ে বেশ কিছু অসহযোগিতার অভিযোগ আছে বিসিবির। বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে আলোচনা করে সেসব সমস্যার সমাধান করে দেবে এনএসসি।

এরপর থেকে সেখানে খেলা দিতে আর কোনো সমস্যায় পড়তে হবে না বোর্ডের। বৃহস্পতিবার মিরপুরে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে বগুড়া-৬ আসনের এমপি রাগেবুল আহসান রিপু বৈঠকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে।


বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শহীদ চান্দু স্টেডিয়াম   বিসিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত