মঙ্গলবার ৮ জুলাই ২০২৫ ২৪ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ৮ জুলাই ২০২৫
দ্বিতীয় দফায় ল্যাম্পার্ডকে কোচ করল চেলসি
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩, ১০:৫৭ PM
১৯ মাস আগে ছাটাই করা সাবেক খেলোয়াড় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড ফের কোচের দায়িত্ব দিয়েছে চেলসি। তবে দ্বিতীয় দফায় সাবেক এই ইংলিশ ফুটবলারকে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। মৌসুমজুড়ে ধুঁকতে থাকা চেলসি তাদের আগের কোচ গ্রাহাম পটারকে সম্প্রতি ছাটাই করে। 

আজ (৬ এপ্রিল) ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে চেলসি। যেখানে কয়েকদিন ধরে গুঞ্জন ওঠা ল্যাম্পার্ডকেই মৌসুমের বাকি সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে প্রথম দফায় ১৯ মাস ব্লুজদের কোচের দায়িত্ব পালন করেন ল্যাম্পার্ড। পরবর্তীতে ২০২১ সালের জানুয়ারিতে তাকে ছাটাই করে দলটি। এরপর তিনি ২০২২ সালের জানুয়ারিতে আরেক ইংলিশ ক্লাব এভারটনের দায়িত্ব নেন। এরপর গত জানুয়ারিতে তাকে সরিয়ে দেওয়া হয়। ল্যাম্পার্ডের পর চেলসির দায়িত্বে আসেন পটার।

তবে পটারের অধীনে সাম্প্রতিক সময়ে বেশ বাজে সময় কাটাচ্ছিল সাবেক ক্লাব ও ইংলিশ চ্যাম্পিয়নরা। যার ধারাবাহিকতায় ২৯ ম্যাচে ১০ জয় ও ৯ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের ১১তম স্থানে চলে যায়। অথচ গত জানুয়ারিতে প্রায় ৩০ কোটি পাউন্ডের বিনিময়ে তারা নতুন খেলোয়াড়দের দলে টেনেছিল। এরপরও ভাগ্যের পরিবর্তন হয়নি তাদের। দলের টানা ব্যর্থতার দায়ে গত রোববার বরখাস্ত করা হয় পটারকে।

চেলসিতে এবারের সাময়িক দায়িত্বে ল্যাম্পার্ডের মূল লক্ষ্য হবে লিগে দলটিকে কক্ষপথে ফেরানো। ৪৪ বছর বয়সী ল্যাম্পার্ডের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আগামী রোববার। লিগের ম্যাচে তাদের প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স। এরপর চেলসির পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রথম লেগের লড়াই হবে আগামী ১২ এপ্রিল, সান্তিয়াগো বার্নাব্যুতে।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   ল্যাম্পার্ড   চেলসি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত