বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫ ২৬ আষাঢ় ১৪৩২
বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
সাকিবের ব্যাটিং ব্যর্থতায় মোহামেডানের সংগ্রহ ১৯০
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ২:১৪ PM
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মঙ্গলবার ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে নেমেছে সাকিবের মোহামেডান। দলের ব্যাটিং ব্যর্থতার দিনে ইনিংস বড় করতে পারেননি সাকিব আল হাসান। অর্ধশতক থেকে ১৩ রান দূরে থাকা অবস্থায় ব্যক্তিগত ৩৭ রানে বিদায় নেন তারকা এই ক্রিকেটার। সাকিবের এমন দিনে মোহামেডানের দলীয় পুঁজি উঠেছে মাত্র ১৯০ রান। সাকিবদের হারাতে ব্রাদার্সের লক্ষ্য ১৯১ রান।

ফতুল্লার খান সাহেব ওসমানি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে মোহামেডান। ৪৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। দলকে সেই চাপ থেকে খানিকটা রক্ষা করেন সাকিব ও মাহমুদউল্লাহ। 

৫ রানে জীবন পেয়ে সাকিব খোলসবন্দি ছিলেন সাকিব। বড় ও আক্রমণাত্মক শটস না খেলে ইনিংস সাজাতে মনোযোগী থাকলেন সাকিব। তবে ইনিংস বড় করতে পারেননি তারকা এই ক্রিকেটার। তিন বাউন্ডারির সাথে সাকিব সিঙ্গেল থেকেই নিয়েছেন ১৯ রান। ৪৫ বল খেলে ৩৭ রান করেন তিনি। সাকিব ফিরলেও মাহমুদউল্লাহর ব্যাটে সম্মানজনক স্কোর পায় মোহামেডান। ৬৮ বলে দুই চার ও এক ছক্কায় ৫৮ রান তোলেন তিনি। শেষ দিকে জ্যাক লিনটট ৫২ বলে ২৮ রান করেন। 

'ফ্যামিলি ইমার্জেন্সির' কারণে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। তবে এর মধ্যেই ডিপিএলের পুরো মৌসুম খেলার কথা জানিয়েছেন তিনি।

বাবু/এ আর 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাকিব   মোহামেডান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত