সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
খুব ভালো অনুশীলন হয়েছে লিটনের
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ১২:৫৫ AM
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গেল রোববার দেশ ছাড়েন লিটন দাস। বর্তমানে এই টাইগার ওপেনার অবস্থান করছেন কলকাতার ইডেন গার্ডেনসে। সেখানে পৌঁছানোর পর অবশ্য বেশ সাড়া জাগিয়েই লিটনকে বরণ করতে দেখা যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিকে। এরপর বুধবার সন্ধ্যায় দ্বিতীয় দিনের মতো ব্যাটিং অনুশীলন করেছেন লিটন।

নেটে এদিন উমেশ যাদব, লকি ফার্গুসন, টিম সাউদিদের বল মোকাবিলা করেছেন লিটন। এ সময় অবশ্য জেসন রয়ও ছিলেন তার সাথে। এরপর কলকাতা নাইট রাইডার্সের অফিসিয়াল ফেসবুক পোস্টের একটি ভিডিওতে লিটন নিজের ব্যাটিং নিয়ে বলেন, প্রাকটিসটা আমার দরকার ছিল, সেন্টার উইকেটে ব্যাটিং করেছি। সবকিছু মিলিয়ে খুব ভালো অনুশীলন হয়েছে।

এর আগে বুধবার দিনের শুরুতে কেকেআর ক্যাম্পে ‌‘বাংলাদেশের বাঘ' শিরোনামের ভিডিওতে লিটন বলেছেন, ‘অনেক ভালো লাগছে, এটির জন্য অপেক্ষা করছিলাম। কখন কেকেআরে আসব।’ 

লিটন যেদিন ভারতে যান, সেদিনই গুজরাট টাইটানসের বিপক্ষে সেই অবিশ্বাস্য জয় পায় নাইট রাইডার্স। সেই ম্যাচ নিয়ে লিটন বলেন, ‘যখন ল্যান্ড করেছি, তখন জানতে পারি যে কেকেআর কঠিন ম্যাচটা জিতে গেছে। খুবই ভালো অনুভূতি।’

এরপর জাতীয় দল নিয়ে লিটন বলেন, ‘বাংলাদেশ দল ভালো খেলছে। আমরা শেষ ২-৩ বছর আগে থেকেই পরিকল্পনা করেছিলাম, এখন সফল হচ্ছি। ভালো ব্যাপার হচ্ছে আমি এখন বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি। কেকেআরে এসেছি, আমি খুবই সৌভাগ্যবান।’

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত