শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
শনিবার ১২ জুলাই ২০২৫
ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা, নেতৃত্বে আফিফ
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: বুধবার, ৩ মে, ২০২৩, ১১:৫৪ PM
ওয়েস্ট-ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে বাংলাদেশ 'এ' দলের দুইটি চার দিনের ম্যাচ রয়েছে চলতি মাসেই। আগামী ১৬ মে থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। এছাড়া ২৩ মে শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ।

আনঅফিসিয়াল এই দুই টেস্ট ম্যাচের জন্য আজ (বুধবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফিফ হোসেনকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল দিয়েছে বিসিবি।

ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে থাকা নাঈম শেখ রয়েছেন ১৫ সদস্যের দলে। রয়েছেন ইনজুরি থেকে ফেরা জাকির হাসানও। এছাড়া আছেন সাদমান ইসলাম, সাইফ হাসানরাও। তবে জায়গা হয়নি এনামুল হক বিজয়ের। ঘরোয়াতে ভালো পারফর্ম করা জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপুও রয়েছেন দলে। আছেন মাহমুদুল হাসান জয়ও।

সবশেষ জাতীয় দলে ডাক পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও রয়েছেন এই টেস্ট দলে। ১৬ থেকে ১৯ মে প্রথম চার দিনের ম্যাচ মাঠে গড়াবে। আর ২৩ থেকে ২৬ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। 

ওয়েস্ট-ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড

আফিফ হোসেন (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাঈম হাসান, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, মুশফিক হাসান, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব এবং রিপন মণ্ডল।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত