সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
নারী বিশ্বকাপ : ইউরোপকে ফিফার হুমকি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১:০৩ PM

ইউরোপের সেরা ৫ ফুটবল শক্তির দেশ থেকে বিশ্বকাপ ফুটবল সম্প্রচার হবে না? বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার হুমকি বাস্তবায়ন হলে সম্প্রচার না হওয়ারই কথা। ফিফা হুমকির সুরে জানিয়েছে, ইউরোপের বড় দেশগুলোর সম্প্রচার প্রতিষ্ঠান বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের জন্য যে অঙ্কের অর্থের প্রস্তাব দিয়েছে তা এতই কম যে, ওই দেশগুলোতে চলতি বছরের নারী বিশ্বকাপ সম্প্রচার করা নাও হতে পারে।


অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে এবারের নারী বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ জুলাই। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জেনেভায় বিশ্ব বাণিজ্য সংস্থার এক সভায় গত সোমবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘সম্প্রচার প্রতিষ্ঠানগুলো থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছে, বিশেষ করে ইউরোপের বড় পাঁচটি দেশ থেকে, সেটা এখনো খুবই হতাশাজনক।’


তিনি জানিয়েছেন, মেয়েদের এই বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের জন্য ইউরোপের সেরা দেশগুলোর কাছে ১০ লাখ থেকে ১ কোটি ডলারের মতো একটা অঙ্ক প্রস্তাব করা হয়েছে। ইউরোপের বড় পাঁচটি দেশ ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন এ পরিমাণ অর্থ দিতে রাজি হয়নি। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘এটা মেয়েদের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ফুটবলারদের জন্য ও বিশ্বজুড়ে মেয়েদের মুখে চপেটাঘাত। পরিষ্কার করে বলতে চাই, ফিফা নারী বিশ্বকাপের ম্যাচগুলো কমমূল্যে বিক্রি না করা আমাদের নৈতিক ও আইনি বাধ্যবাধকতার মধ্যেই পড়ে।’


ইনফান্তিনো আরও বলেন, ‘যদি প্রস্তাবগুলো এ রকম অন্যায্যই হতে থাকে, তাহলে আমরা ইউরোপের ওই ‘বিগ ফাইভ’ দেশগুলোতে নারী বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার না করতে বাধ্য হব।’ ছেলেদের বিশ্বকাপ সম্প্রচার স্বত্বের জন্য ইউরোপের শীর্ষ দেশগুলো ১০ থেকে ২০ কোটি ডলার খরচ করে। নারী বিশ্বকাপের তুলনায় যা ১০০ ভাগের ১ ভাগ মাত্র। ইউরোপের দেশগুলোর সম্প্রচার স্বত্ব বাবদ কম অর্থ দিতে চাওয়ার কারণ


অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যে সময়ে বিশ্বকাপের ম্যাচগুলো হবে, সেটা ইউরোপের টেলিভিশনের জন্য ‘প্রাইম টাইম’ নয়। তবে এ যুক্তি মানতে রাজি নন ইনফান্তিনো, ‘এটা কোনো কারণ হতে পারে না। হয়তো ওরা মনে করছে যেহেতু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে খেলা হচ্ছে, ইউরোপের জন্য ওটা প্রাইম টাইম নয়; কিন্তু সকাল ৯টা কিংবা ১০টার দিকে খেলা হবে, সুতরাং এটা খারাপ সময় নয়।’ এবারই প্রথম মেয়েদের বিশ্বকাপ ও ছেলেদের বিশ্বকাপের জন্য আলাদা করে সম্প্রচার স্বত্ব বিক্রি করতে যাচ্ছে ফিফা। সাবেক অস্ট্রেলিয়ান ফুটবলার এবং ফিফা ও এএফসির সাবেক নির্বাহী ময়া ডড বলেছেন, ‘এখন যেহেতু ফিফা আলাদা করে সম্প্রচার স্বত্ব বিক্রি করার চেষ্টা করছে, স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলো দুবার বড় অঙ্ক খরচ করতে চাইবে না। এই বাজারটা ছেলেদের বিশ্বকাপের জন্য বড় অঙ্ক খরচ করে অভ্যস্ত। মেয়েদেরও সমানভাবে দেখার কথাটা আসলে ফালতু কথা। একই সঙ্গে দেখুন, মেয়েদের বলা হচ্ছে, তারা ছেলেদের সমান প্রাইজমানি পাওয়ার উপযুক্ত নয়, কারণ তাদের দিয়ে যথেষ্ট আয় হয় না।’


বাবু/জেএম 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারী   বিশ্বকাপ   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত