রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
চেলসিকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩, ১২:৫৬ PM

প্রথম গোল ১৮ মিনিটের মাথায়। এর পর ৩১ ও ৩৪ মিনিটে আরও দুটি গোল। অর্থাৎ মাত্র ১৬ মিনিটের ঝড়ে চেলসিকে গুঁড়িয়ে দিয়েছে আর্সেনাল।


গত সপ্তাহে ম্যানচেস্টার সিটির কাছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছিল তারা। কিন্তু মঙ্গলবার চেলসিকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে গানাররা। নিজেদের মাঠে এমিরেটস স্টেডিয়ামে হারের বৃত্তে থাকা ব্লুজদের ৩-১ গোলে হারায় আর্সেনাল।


এই জয়ে ম্যানসিটিকে সরিয়ে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফিরেছে আর্সেনাল। তবে সিটিজেনদের এখনো সুযোগ রয়েছে। ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৮। আর দুই ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে ম্যানসিটি (মঙ্গলবার রাত পর্যন্ত)।


চেলসির বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে খুব বেশি সময় লাগেনি আর্সেনালের। ম্যাচে ১৮ মিনিটে গ্রানিত শাকার ক্রস থেকে চেলসির জালে বল জড়ান অধিনায়ক মার্টিন ওডেগার্ড। এর ১৫ মিনিট পর একই জুটির কল্যাণে দ্বিতীয় গোল পায় স্বাগতিকরা। ৩৪ মিনিটে ওডেগার্ডের সঙ্গে স্কোরশিটে নাম লেখান গ্যাব্রিয়েল জেসুস। প্রথমার্ধে তিন গোল হজম করা চেলসি আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৬৫ মিনিটে চেলসির সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন ২৪ বছর বয়সী উইঙ্গার ননি মাতুয়েকে।


এবারের লিগে এটি চেলসির টানা চতুর্থ আর সব মিলিয়ে ১৪তম হার। ৩৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের ১২ নম্বরে। একটা বাজে রেকর্ডও গড়েছে তারা। মঙ্গলবার হারের মধ্য দিয়ে ৩৫ বছরের পুরোনো এক রেকর্ড ভেঙেছেন ল্যাম্পার্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে কোচ হিসেবে টানা ১০ ম্যাচ হারের বিব্রতকর এক রেকর্ড গড়েছেন তিনি। আর্সেনালের বিপক্ষে হারের পর ল্যাম্পার্ড বলেছেন, ‘রাতারাতি সব বদলে ফেলা সম্ভব নয়। তবে আমরা যত দ্রুত সম্ভব, সব ঠিক করার আশা করতেই পারি।’


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চেলসি   আর্সোনাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত