বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫ ৯ শ্রাবণ ১৪৩২
বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
সুপার লিগে মোহামেডানের প্রথম জয়
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ৭ মে, ২০২৩, ৭:৫৬ PM

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম দুই ম্যাচ হেরে যায় মোহামেডান। তবে নিজদের তৃতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। রোববার (৭ মে) গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২০ রানে হারিয়েছে  মোহামেডান।


ফতুল্লার খান সাহেব উসমান আলি স্টেডিয়ামে টস জিতে মোহামেডানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় গাজী গ্রুপ। প্রথমে ব্যাট করতে নেমে ১৭ রানেই ৩ উইকেট হারায় মোহামেডান। মিডল অর্ডারে আব্দুল মাজিদ ৮৮ বলে ৬৩, অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ ৯৫ বলে ৭১ ও শেষ দিকে আরিফুল হক ৪৪ বলে ৫৫ রান করেন। শেষ পর্যন্ত ৫০ ওভারে শেষে ৯ উইকেট হারিয়ে ২৪০ রানের সংগ্রহ পায়  মোহামেডান। গাজী গ্রুপের টিপু সুলতান ৩ উইকেট নেন।


২৪১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে এসএম মেহরব হাফ-সেঞ্চুরি করলেও অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হারে গাজী গ্রুপ। ৪৯ ওভারে ২২০ রানে অলআউট হয় তারা। ৭৯ বলে ৬৩ রান করেন মেহেরব। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন ওপেনার মেহেদি মারুফ। মোহামেডানের নাজমুল ইসলাম, এনামুল হক জুনিয়র, মুশফিক হাসান ও খালেদ আহমেদ ২টি করে উইকেট নেন। এই জয়ে ১৪ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে মোহামেডান। 


বাবু/জেএম 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত