সোমবার ৭ জুলাই ২০২৫ ২৩ আষাঢ় ১৪৩২
সোমবার ৭ জুলাই ২০২৫
দুই পর্বে এশিয়া কাপ, খেলবে ভারত?
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: রবিবার, ২১ মে, ২০২৩, ১০:৩২ PM
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের কারণে অনিশ্চয়তার সুতোয় ঝুলছে এশিয়া কাপের ভাগ্য। ভারতের আপত্তির মুখে ইতোমধ্যে আয়োজক পাকিস্তানের পক্ষ থেকে একাধিক মডেলের প্রস্তাবনা আসলেও কোন কিছুতেই যেন মন গলছে না চিরপ্রতিদ্বন্দ্বীদের। এই টুর্নামেন্টকে আলোর মুখ দেখাতে আরও একবার নতুন প্রস্তাবনা পাকিস্তানের। 

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, দুটি ধাপে হতে পারে এশিয়া কাপ। যেখানে টুর্নামেন্ট শুরু হবে পাকিস্তানের মাটিতে। এখানে হবে প্রথম ধাপের খেলা। এরপর টুর্নামেন্ট গড়াবে দুবাইয়ের মাটিতে।

পিসিবির একটির সূত্রের বরাত দিয়ে জিও নিউজ আরও জানায়, লাহোর ও গাদ্দাফিতে হবে এশিয়া কাপের প্রথম চার ম্যাচ। যেখানে ভারতের কোনো খেলা থাকবে না। পাকিস্তানের মাটিতে প্রথম পর্ব শেষে এশিয়া কাপ নিয়ে যাওয়া হবে আরব আমিরাত। 

ভারতের ম্যাচসহ এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। যদিও এটি নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি পিসিবি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আর পিসিবির এমন প্রস্তাবে ভারত রাজি হয় কিনা এটাও একটা বড় প্রশ্ন! তাই শেষ পর্যন্ত এই ধরনের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে কিনা এটা এখনও নিশ্চিত নয়। 

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত