রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ বিপিএল খেলা থমাস
স্পোর্টস রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ১১:২৩ PM
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার ডেভন থমাসকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আইসিসি। থমাসের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী আইনে সাতটি অভিযোগ এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে রয়েছে গুরুতর 'ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা'। 

দুবাইতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্সে আসন্ন তিন ওয়ানডে সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দলে রয়েছেন থমাস। অভিযোগের ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে ১৪ দিন সময় পাবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।

থমাসের বিরুদ্ধে তিনটি ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টুর্নামেন্টে খেলার সময় তার আচরণ সন্দেহের চোখে দেখছে আইসিসি। সে তিন টুর্নামেন্ট হলো লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), আবুধাবি টি-১০ ​​এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি বলেছে, যে থমাস তিনটি টুর্নামেন্টেই দুর্নীতি-বিরোধী কোড লঙ্ঘন করেছে।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি টেস্টের সঙ্গে ২১ ওয়ানডে এবং ১২ টি-টোয়েন্টি খেলেছেন থমাস। এ ছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট সানরাইজার্সের হয়ে খেলেছেন। যদিও তার দুর্নীতির সঙ্গে বিপিএলের কোনো সম্পৃক্ততা নেই।

বাবু/মম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত