মঙ্গলবার ১ জুলাই ২০২৫ ১৭ আষাঢ় ১৪৩২
মঙ্গলবার ১ জুলাই ২০২৫
এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কবে জানা গেল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩, ৫:২৪ PM

পাকিস্তানের একাধিক সংবাদ মাধ্যম খবর দিয়েছে, হাইব্রিড পদ্ধতিতে এশিয়া কাপ খেলতে সম্মত হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই-এর পক্ষ থেকেও বলা হয়েছে, আইপিএল ফাইনালের পরে এশিয়া কাপের ঘোষণা আসতে পারে।

আগামী ২৮ মে ওই ঘোষণা আসার সম্ভাবনার কথা বলেছে সংবাদ মাধ্যম ক্রিকবাজ। আইপিএল ফাইনাল দেখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই।

ওই ম্যাচ দেখতে আসলে তিন বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা করার কথা জানিয়েছেন এসিসির প্রেসিডেন্ট ও বিসিসিআই-এর সেক্রেটারি জয় শাহ, ‘নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৮ মে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত থাকবেন বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ডের প্রধান। সেখানে আমরা এশিয়া কাপ বিষয়ে আলোচনা করবো।’

ক্রিকবাজ এসিসির সদস্যদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছে যে, হাইব্রিড পদ্ধতিতেই এশিয়া কাপ হতে যাচ্ছে। তবে দ্বিতীয় ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে হবে নাকি শ্রীলঙ্কা সেটাই মূল আলোচনার বিষয় হতে পারে। গরমের কারণে এর আগে আরব আমিরাতে ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ ও আরব আমিরাত।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত