বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
গামিনিকে হাথুরুর ‘ধন্যবাদ’
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৮ জুন, ২০২৩, ৭:৪৩ PM
মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটের রহস্যময় আচরণের জন্য সবথেকে বেশি সমালোচনা শুনতে হয়েছে গামিনি ডি সিলভাকে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টে পেসবান্ধব উইকেট থাকলেও মিরপুরে রান বন্যা দেখেছেন দর্শকরা। যে কারণে প্রধান পিচ কিউরেটরকে এবার বিশেষ ধন্যবাদ দিলেন চন্ডিকা হাথুরুসিংহে। 

আজ হাথুরু বলেন, ‘আমরা অনেক মানসিক বাধা পার করেছি। কারণ, ম্যাচের আগে অনেকেই আমরা কেমন করব, সেটা নিয়ে সন্দেহ করেছিল। আমরা এখানে সাধারণত ভিন্ন ধাচের ক্রিকেট খেলি। গামিনিকেও কৃতিত্ব দিতে হবে এ ধরনের উইকেট তৈরির জন্য। সেদিক থেকে, এটা একটা টেস্ট জয়ের চেয়েও বেশি কিছু।' 

এদিকে টাইগার দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসানের প্রশংসা করতেও ভুলেননি হাথুরু। শুরুতে জয়কে নিয়ে বলেন, ‘জয়ের টেম্পারমেন্ট ভালো। তার রেকর্ডও বলে, সে যদি শুরু পেয়ে যায়, তাহলে বড় ইনিংস খেলে। দুজনই দলের জন্য খুবই ইতিবাচক দিক। আর আমি খুবই খুশি যে মুমিনুল রানে ফিরেছে।’

অবশ্য প্রথমবার বাঁহাতি ওপেনার জাকিরকে দেখে মুগ্ধ হাথুরু। এই তারকাকে নিয়ে হাথুরু বলেন, ‘জাকিরকে এবারই প্রথম দেখলাম। চোটের কারণে সে আগের টেস্টে ছিল না। তার ক্যারিয়ারের শুরুটা দারুণ হয়েছে। খুবই দারুণ লেগেছে তার ব্যাটিং। পেস ও স্পিনে সমান দক্ষ সে। দুই ধরনের বোলিংয়েই সমান দক্ষ, এমন ওপেনার খুব কম পাবেন।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত