সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
হিরো আলমের মার্কা একতারা
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ জুন, ২০২৩, ৩:০৪ PM

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে এবার একতারা প্রতীক নিয়ে নৌকার প্রতিদ্বন্দ্বিতা করবেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম (হিরো আলম)। এছাড়া অন্য ছয় প্রার্থীও প্রতীক পাওয়ায় এখন প্রচারে নামবেন।

সোমবার (২৬ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন।

অন্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল),  তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন।

প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, আমি একতারা প্রতীক বরাদ্দ চেয়েছিলাম। এ প্রতীকই বরাদ্দ পেয়েছি। আমার কোনো অভিযোগ নেই। এখন সুষ্ঠু নির্বাচনের অপেক্ষা।

আগামী ১৭ জুলাই ব্যালট পেপারের মাধ্যমে এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

-বাবু/এ.এস

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত