সোমবার ১১ আগস্ট ২০২৫ ২৭ শ্রাবণ ১৪৩২
সোমবার ১১ আগস্ট ২০২৫
৩১৭ রানে থামল অস্ট্রেলিয়ার ইনিংস
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৮:৪৬ PM
প্রথম তিন টেস্ট শেষে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এ অবস্থায় গতকাল থেকে ওল্ড ট্রাফোর্ডে শুরু হওয়া সিরিজের চতুর্থ টেস্টে জয়ের বিকল্প নেই ইংলিশদের। গুরুত্বপূর্ণ এই টেস্টে টসে জিতে ফিল্ডিং নিয়ে অস্ট্রেলিয়াকে ৩১৭ রানে গুটিয়ে দিয়েছে বেন স্টোকসরা।

অস্ট্রেলিয়া শুরুটা ভালো ছিল না। দলীয় ১৫ রানেই উসমান খাজাকে হারায় তারা। স্টুয়ার্ট ব্রডের বলে এলবিডাব্লিউয়ের শিকার হন ৩ রান করা খাজা। দলীয় ৬১ রানে বিদায় নেন ডেভিড ওয়ার্নার। ব্রডের বোলিংয়ে নয়, ওয়ার্নার এবার শিকার হয়েছেন ক্রিস ওকসের।

সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৩২ রান করেছেন এই বাঁহাতি। এরপর তৃতীয় উইকেটে ৫৯ রান যোগ করেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশানে। দারুণ ছন্দে থাকা স্মিথ এলবিডাব্লিউয়ের শিকার হন। ৫২ বলে ৪১ রান আসে তার ব্যাট থেকে।

লাবুশানে অবশ্য অর্ধশত আদায় করে নিয়েছেন। তবে অর্ধশত পূরণের পরপরই মঈন আলীর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়েন লাবুশানে (৫১)। তিনি অর্ধশত হাঁকাতে পারলেও পারেননি ট্রাভিস হেড। দারুণ খেলতে থাকা এই বাঁহাতি ব্যাটার থামেন ৪৮ রানে। মিচেল মার্শ ও ক্যামেরন গ্রিনের জুটিতে আসে ৬৫ রান।

ক্রিস ওকসের একই ওভারে সাজঘরে ফেরেন দুজন। মার্শ ৫১ ও গ্রিন ১৬ রান করেন। ৮ উইকেটে ২৯৯ রানে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। তবে আজ দ্বিতীয় দিনে বেশি দূর যেতে পারেনি তারা, গুটিয়ে যায় ৩১৭ রানে। মিচেল স্টার্ক ৩৬ রানে অপরাজিত থাকেন। ক্রিস ওকস ৫ উইকেট পেয়েছেন। স্টুয়ার্ট ব্রডের শিকার ২ উইকেট।

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত