রবিবার ১০ আগস্ট ২০২৫ ২৬ শ্রাবণ ১৪৩২
রবিবার ১০ আগস্ট ২০২৫
বিশ্বকাপ ট্রফির মিরপুর ভ্রমণ
টাইগারদের ছোঁয়ায় স্বপ্নের ট্রফি, উন্মাদনা শেরে বাংলায়
জাহিদ হাসান মাহা
প্রকাশ: মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩, ৪:৫৯ PM
আইসিসি ট্রফি ট্যুরের অংশ হিসেবে বাংলাদেশে তিন দিনব্যাপী আসন্ন ওয়ানডে বিশ্বকাপের ট্রফির প্রদর্শনী হচ্ছে। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে ট্রফি আনা হয় 'হোম অব ক্রিকেট' খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সকাল ৯টায় ট্রফি আনার পর তা মাঠের ভেতরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মুশফিকুর রহিম একগাল হাসি নিয়ে ড্রেসিংরুম থেকে বিশ্বকাপ ট্রফি নিয়ে বেরিয়ে আসেন। এরপর জাতীয় দলের খেলোয়াড়েরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তুললেন। বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলা থেকে বাদ যাননি জাতীয় নারী দলের ক্রিকেটাররাও। কিছুক্ষণ পর বিশ্বকাপ ট্রফি নিয়ে যাওয়া হয় মিডিয়া সেন্টারের সামনে। সেখানে ফটোসেশনে অংশ নেন সাবেক অধিনায়ক আতহার আলী খানও। তারপর ছবি তুলেন প্রেসিডেন্ট বক্সে বোর্ড প্রেসিডন্ট নাজমুল হাসান পাপনসহ বাকি কর্মকর্তাদের ফটোসেশন। 

ট্রফির সঙ্গে ছবি তোলেন জাতীয় দলের সাবেক তিন অধিনায়ক এবং বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন, আকরাম খান এবং নাঈমুর রহমান দুর্জয়। জাতীয় দলের অন্যতম নির্বাচক এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘ট্রফিটা ছুঁতে পেরে খুব ভালো লাগছে, একটা স্বপ্ন তো থাকেই। যদি খোলা ট্রফিটা ধরতে পারতাম জেতার পর, তাহলে আরো ভালো লাগবে। একটু রোমাঞ্চ অনুভব করছি, আমাদের জন্য বিশ্বকাপ মনে হচ্ছে আজকে শুরু হয়ে গেল।’ ওয়ানডেতে বাংলাদেশ এখন শক্তিশালী দল। বিশ্বকাপ ঘিরে প্রত্যাশাও অনেক বেড়েছে। 
তাই হাবিবুল বাশারও আশাবাদী আসন্ন বিশ্বকাপ নিয়ে, ‘প্রতিটা বিশ্বকাপ আসে আশা নিয়ে, দিন দিন আশা বাড়ছে। আশা প্রতিবারই পরিবর্তন হচ্ছে, আর এবারের আশাটা শুধু আমার নয়, সবারই একটু বেশি। সবশেষ বিশ্বকাপ ট্রফির পাশে জাতীয় নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং সাবেক অধিনায়ক সালমা খাতুনও ছবি তুলেন। ছেলেদের বিশ্বকাপ তাতে কি! জার্সিটা যখন লাল-সবুজের তখন আবেগটা ঠিক একইরকম। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির কন্ঠেও পাওয়া গেল তেমন আবেগের আভাস।

বিশ্বকাপ ট্রফিকে সামনাসামনি দেখে নারী দলের অধিনায়ক জানিয়েছেন বিশ্বকাপে তার প্রত্যাশার কথা। ২০২৩ সালের বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের প্রত্যাশা শুরু থেকেই ছিল তুঙ্গে। সাধারণ মানুষের মতো ক্রিকেটাররাও বিশ্বাস করেন যে এবার ভালো করা সম্ভব। নিজেদের চেনা কন্ডিশনে বিশ্বকাপ, তাই সেই স্বপ্নটা এবার আরও জোরালো। ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ বলেই কিনা বাংলাদেশ দল থেকে একটু বেশিই প্রত্যাশা রাখছেন জ্যোতি। বর্তমানে টাইগারদের ফর্মটাই স্বপ্ন দেখাচ্ছে তাকে, ‘এক্সপেক্টেশন বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও অনেক বেশি। 

বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত