বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
বুধবার ৩০ জুলাই ২০২৫
বলিভিয়ার বিপক্ষে অনিশ্চিত মেসি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৪:১৮ PM
ক্লান্তি, নাকি চোট; সেটা স্পষ্ট ছিল না। ইকুয়েডরের বিপক্ষে গত শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ১–০ ব্যবধানের জয়ে গোলটি করেছেন লিওনেল মেসি। ৭৮ মিনিটে দলকে জেতানো মেসি ৮৯ মিনিটে মাঠ ছেড়ে যান।

মাঠ থেকে তাঁকে তুলে নেওয়ার জন্য কোচ লিওনেল স্কালোনিকে সংকেত পাঠিয়েছিলেন মেসি নিজেই। এভাবে তাঁর মাঠ ছাড়ার পর একটি প্রশ্ন অনেকেই করতে শুরু করে—মেসি কি চোট পেয়েছেন, নাকি ক্লান্তির কারণে উঠে গেছেন!

এর কোনো উত্তর এখনো পাওয়া যায়নি। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা আরেকটি ম্যাচ খেলতে নামবে। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে লা পাজে। সেই ম্যাচে মেসি খেলতে পারবেন কি না, এর উত্তরও এখনো পাওয়া যায়নি।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি মেসির অবস্থা জানাতে গিয়ে বলেছেন, ‘সে দলের সঙ্গে যাবে। সে আলাদা অনুশীলন করেছে। ম্যাচের আগে এখনো সময় আছে। আমরা মঙ্গলবার এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’

গত শনিবার মেসির বিভিন্ন পরীক্ষা করানো হয়েছে। কোনো ধরনের চোট নেই বলেই জানা গেছে তা থেকে। মেসির চোট নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন দেয়নি। তবে স্কালোনি জানিয়েছেন, মেসি ফিট আছে।

মেসির বর্তমান অবস্থার কথা জানাতে গিয়ে স্কালোনি বলেছেন, ‘মেসি ও কুতি রোমেরোর দুজনেই যথেষ্ট ফিট আছে। দেখা যাক, তারা শুরুর একাদশে খেলে, নাকি খেলবেই না। সতর্কতার জন্য তারা দুজনেই আলাদা অনুশীলন করেছে। সে (মেসি) যদি ভালো থাকে, তাহলে খেলবে।’

বাবু/জেএম
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত