বুধবার ৯ জুলাই ২০২৫ ২৫ আষাঢ় ১৪৩২
বুধবার ৯ জুলাই ২০২৫
রোহিত না কোহলি— টুর্নামেন্ট সেরার দৌড়ে কে এগিয়ে?
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৩:৫৭ PM
ব্যাটিংয়ে ভারতকে পথ দেখাচ্ছেন দলের অন্যতম দুই সেরা তারকা অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। টপ অর্ডারে এই দুই ব্যাটসম্যান আছেন দারুণ ছন্দে। ব্যাটিংয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আটে আছেন এই দুজন। পাঁচে থাকা কোহলি ৫ ম্যাচে ১১৮ গড়ে করেছেন ৩৫৪ রান। যেখানে ১টি সেঞ্চুরির সঙ্গে আছে ৩টি অর্ধশত রানের ইনিংসও।

সমান ম্যাচে ৬২.২০ গড়ে ৩১১ রান নিয়ে তালিকার ৮ নম্বরে আছেন রোহিত। এই রান নেওয়ার পথে ১টি করে শতক ও অর্ধশতক। তবে টুর্নামেন্ট এখনো অর্ধেকেরও বেশি বাকি। সামনের দিনগুলোয় দলীয় লড়াইয়ের সঙ্গে এই দুজনের ব্যক্তিগত লড়াইও নিশ্চিতভাবে আরও জমে উঠবে। 

এমনকি টুর্নামেন্টসেরার লড়াইয়েও শেষ পর্যন্ত দেখা যেতে পারে এই দুই সতীর্থকে। তবে বিশ্বকাপে টুর্নামেন্টসেরা হওয়ার দৌড়ে কোহলির চেয়ে রোহিতকেই এগিয়ে রাখলেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন।
বিরাট কোহলি ও রোহিত শর্মা

বিরাট কোহলি ও রোহিত শর্মা











স্টার স্পোর্টসের সঙ্গে আলাপে ওয়াটসন বলেছেন, ‘আমার মনে হয়, রোহিত শর্মা টুর্নামেন্টসেরা খেলোয়াড় হতে যাচ্ছে।’

রোহিত বর্তমানে নিজের সেরা ছন্দে আছেন উল্লেখ করে ওয়াটসন আরও বলেছেন, ‘রোহিত শর্মা বর্তমানে তার ক্যারিয়ারের সেরা ছন্দে আছে। বিশ্বের সেরা বোলারের বিপক্ষেও প্রথম বল থেকেই সে আগ্রাসী থাকে। তাকে ব্যাট করতে দেখা চোখের শান্তি। সে সব বোলারের ওপর আধিপত্য বিস্তার করে খেলছে। সে যেখানে খুশি শট খেলে বল সীমানার বাইরে পাঠাতে পারে। আমার বিশ্বাস, সে টুর্নামেন্টজুড়ে এই ছন্দ ধরে রাখবে।’

এখন পর্যন্ত অবশ্য রান সংগ্রহে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকান ওপেনার কুইন্টন ডি কক। পাকিস্তানের বিপক্ষে আজ ম্যাচের আগ পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪৩১ রান। এই ছন্দ ধরে রাখতে পারলে টুর্নামেন্টসেরার দৌড়ে ভালোভাবেই থাকবেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত