রবিবার ১৩ জুলাই ২০২৫ ২৯ আষাঢ় ১৪৩২
রবিবার ১৩ জুলাই ২০২৫
ভূঞাপুরে শ্রেণিকক্ষে শিক্ষিকার মৃত্যু
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৭:২৬ PM
টাঙ্গাইলের ভূঞাপুরে শ্রেণিকক্ষে স্ট্রোক করে মোছাঃ রিনা আক্তার নামে একজন সহকারী শিক্ষিকা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিউন)। তিনি উপজেলার অর্জুনা ইউনিয়নের শুশুয়া গ্রামের মোঃ মিজানুর রহমানের স্ত্রী। 

বুধবার সকাল ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। তিনি উপজেলার উত্তর জগতপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদানকালে মৃত্যুবরণ করেন। 

মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, আত্নীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৩৮ বছর। তাকে ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে জানাজা নামাজ শেষে মধুপুরে তার পিতার বাড়ি কবরস্থানে দাফন করা হয়। তার জানাজা নামাজে উপজেলা শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা ও স্থানীয় লোকজন অংশগ্রহণ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান জানান, রিনা আক্তার শ্রেণিকক্ষে পাঠদান করছিলেন। এসময় হঠাৎ চেয়ার থেকে পড়ে অসুস্থ হন। তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূঞাপুর পৌর শহরের ঘাটান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে তার দায়িত্ব পালনের কথা ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান জানান, ক্লাস চলাকালীন সময় তিনি মৃত্যুরকোলে ঢলে পড়েন। পরে তার মৃত্যুতে শোক প্রকাশ ও গভীর সমবেদনা জানিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুস সোবহান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মৃত্যুবরণ করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত