নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে উত্তাপ তত দ্রুত ছড়িয়ে পড়ছে। নরসিংদী- ৫ ( রায়পুরা) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলে মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নবীন ও প্রবীণ নেতা। এ আসনে নৌকা প্রতীকে লড়ছন ৬ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এবং স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী। প্রত্যেক প্রার্থী ভোট আদায়ে দিন রাত এক করে যাচ্ছে। জনসমর্থন দেখাতে করছেন বিশাল বিশাল জনসমাবেশ।
এবার নৌকার মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীর নিজ ইউনিয়ন শ্রীনগরের সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে জনসভা করেন ছয় বারের সাংসদ রাজিউদ্দিন। বিকেল ৩টায় জনসভায় মানুষের ঢল নামে। বিকেলে জনসভা যেন জনসমুদ্রে রুপ নিয়েছে। ঢোল, ট্রাক ও ঘোড়া সহ নানা সাজে বিভিন্ন জায়গা থেকে মিছিলে ভরে যায় মাঠ।
বুধবার (৩ জানুয়ারি) চরাঞ্চলের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালেব মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নৌকার প্রার্থী রাজিউদ্দিন আহমেদ রাজু।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব মনিরুজ্জামান নিসার, উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, পৌর মেয়র জামাল মোল্লা, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর এলাহী, পারাতুলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল আমিন ভুঁইয়া মাসুদ, উপজেলা যুবলীগের সভাপতি মিলন মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে রাজিউদ্দিন আহমেদ রাজু চরাঞ্চলের বিভিন্ন উন্নয়ন তুলে ধরেন। এবং ৭ম বারের মত এমপি নির্বাচিত হলে তাঁর স্বপ্ন মেঘনা নদীতে সেতু নির্মাণ সহ তাঁর উন্নয়ন পরিকল্পনার কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে এমপি পুত্র রাজিব আহমেদ পার্থ বলেন, 'এই নির্বাচন বানচাল করতে এবং আওয়ামী লীগের নেতাদের প্রভাবিত করতে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বিএনপির কিছু নেতা কাজ করছে। আপনারা সবাই সজাগ থাকবেন।'