রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
নৌকাকে বিজয়ী করতে পিরোজপুর জেলা ছাত্রলীগের প্রচারণা
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৮:৩৭ PM
জাতীয় নির্বাচনে পিরোজপুর জেলায় নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করতে প্রচার প্রচারনা ও পথসভা করেছে জেলা ছাত্রলীগ। 

বৃহস্পতিবার সকালে শহরের সিঅফিস মোড়ে পিরোজপুর-১ আসনের নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের পক্ষে লিফলেট বিতরণ ও পথসভা করে জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ও সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

এসময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ সজল বলেন, পিরোজপুর-১ আসনে বিপুল ভোটে প্রধানমন্ত্রীর মার্কা নৌকা বিজয় লাভ করবে। 

ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা ছাত্রলীগের প্রতিটা কর্মী নৌকার পক্ষে মাঠে কাজ করছি। নৌকার পক্ষে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। আগামী ৭ জানুয়ারি জেলার ৩টি আসনে হবে নৌকার বিজয়।

পিরোজপুর-১ আসনে নৌকা মার্কার প্রার্থী শ ম রেজাউল করিমের বিপক্ষে লড়াই করছেন সাবেক এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী একেএমএ আউয়াল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত