রবিবার ৬ জুলাই ২০২৫ ২২ আষাঢ় ১৪৩২
রবিবার ৬ জুলাই ২০২৫
৭ জানুয়ারি ভোট হবে উৎসব মুখর: কামরুল ইসলাম
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৮:৫৬ PM
উৎসবমুখর পরিবেশে ৭ জানুয়ারি ভোট হবে জানিয়ে ভোটারদের কেন্দ্রে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনে নৌকার কাণ্ডারি অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, অনিয়ম হবে না, সিলমারা নির্বাচন হবে না। ৭ তারিখ ভোট হবে মুখর।

গতকাল বৃহস্পতিবার বিকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী শেষ মুহূর্তের প্রচারণায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘বিএনপি এখন নির্বাচন প্রতিহত করা থেকে সরে এসে বর্জনের ডাক দিচ্ছে। অর্থাৎ বিএনপি পিছু হটেছে।’ এখন তারা ভোট বর্জনের লিফলেট বিতরণ করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। কিন্তু তারা এই কর্মসূচিতে ব্যর্থ হয়েছে। 

এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, মহিলা ভাইস  চেয়ারম্যান আলো বেগম, ঢাকা জেলা আওয়ামীলীগ নেতা শাহাবুদ্দিন সাহা, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাব হোসেন বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি শফিউল আজম খান বারকু, কালিন্দী ইউনিয় আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও জাহিদ হাসান রনি, ঢাকা জেলা ছাত্রলীগের লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়ামিন, কেরানীগঞ্জ মডেল থানা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক মোঃ জিলহজ্জ প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত