বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঘন্টা দুয়েক পরেই সাউথ আফ্রিকার মুখোমুখি হবে। এই ম্যাচে প্রথমবারের মতো প্রোটিয়াদের হারিয়ে টানা জয় তুলে নিতে চায় টাইগাররা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ইতোমধ্যে শুরু হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আলোচনা।
এই ম্যাচে ইনজুরি কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শরিফুল খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্টের সদস্যরা বাঁহাতি পেসারকে উৎসাহিত করেছেন।
ফিট থাকলে শরিফুলের একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ, দক্ষিণ আফ্রিকার ডি কক ও ডেভিড মিলার ছাড়া বাকি সবাই ডান হাতি ব্যাটার। সে ক্ষেত্রে বাঁহাতি বোলাররা এই ম্যাচে বিশেষ ভূমিকা পালন করতে পারে।
তবে শরিফুল একাদশে ফিরলে বাদ পড়তে পারেন তানজিম হাসান সাকিব। তবে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বল করেছেন তিনি।
তবে দল এবং কন্ডিশন বিবেচনায় কপাল পুড়তে পারে জুনিয়র সাকিবের। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে শূন্য রানে আউট হওয়ার পরও একাদশে থাকতে পারেন ওপেনার সৌম্য সরকার। কারণ, নিউইয়র্কের স্লো পিচে একজন বাড়তি ব্যাটার নিয়ে খেলতে চাইবে টাইগাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব/ শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।